বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সহপাঠীর হাতে মাদ্রাসাছাত্র খুন

নিজস্ব প্রতিবেদক.

পুরান ঢাকার বংশালের সিদ্দিক বাজারে সহপাঠীর হাতে এক কিশোর খুন হয়েছে। তার নাম জুনায়েদ আল হাবীব (১৮)। সোমবার রাতে সিদ্দিক বাজারের আল জামিয়া মাজাহিরুল উলুম মানওয়ার খাঁ মাদ্রাসায় জুনায়েদকে ঘুমন্ত অবস্থায় বালিশচাপা দেওয়া ও ছুরিকাঘাত করা হয়। পরে পাঁচ তলা থেকে নিচে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তারেক আজিজ নামে নিহতের সহপাঠীকে আটক করেছে পুলিশ।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান জানান, ‘তুচ্ছ বিষয় নিয়ে জুনায়েদ ও তারেকের মধ্যে রেষারেষি ছিল। তারেক খাবারের সময় লবণ চাইলে জুনায়েদ দুষ্টুমি করে বেশি করে লবণ দিত। অনেক সময় পানি খাওয়ার সময় গায়ে পানি ঢেলে দিত। এসব ঘটনায় তারেক খুবই বিরক্ত ছিল। অনেকবার নিষেধ করা সত্ত্বেও সে কথা শোনেনি। তাই তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারেক আজিজ।’ মাদ্রাসার খাদেম কায়ছার হামিদ জানান, ‘নিহত জুনায়েদ আল হাবীব সুনামগঞ্জের মধ্যনগর থানার তোফাজ্জল ইসলামের ছেলে। আগে যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে হেফজ শেষ করেছে। গত রোজায় তারাবি নামাজও পড়িয়েছে। পরে চাচা আজিজুর রহমানের মাধ্যমে ১০ জুলাই এ মাদ্রাসায় সে কিতাব বিভাগে ভর্তি হয়। তার চাচা এ মাদ্রাসার সিনিয়র শিক্ষক।’ কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে সে ব্যাপারে তারা স্পষ্ট কিছু জানতে পারেননি। আটক তারেক আজিজের বাড়ি পাবনার বেড়ায়। দুই বছর আগে মক্তব শেষ করে সে মে মাসে কিতাব বিভাগে ভর্তি হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর