বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

হুমায়ূন স্মৃতি জাদুঘর হচ্ছে নুহাশ পল্লীতে

গাজীপুর প্রতিনিধি

জনপ্রিয় নাট্যকার ও কথাশিল্পী প্রয়াত হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তার স্ত্রী মেহের আফরোজ শাওন জানিয়েছেন, এই শিল্পীর স্মৃতি রক্ষার্থে নুহাশ পল্লীতে ‘হুমায়ূন আহমেদ স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা করা হবে। সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আশা করছি, আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে ওই জাদুঘরের একটা অংশ উদ্বোধন করা হবে।’ প্রসঙ্গত, হুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে গতকাল বই পড়া ও সাহিত্য আলোচনার পাশাপাশি দোয়া মাহফিলের মতো নানা অনুষ্ঠানের মাধ্যমে তার ভক্ত ও পরিবারের সদস্যরা দিনটি পালন করেন। সাহিত্যের নতুন পাঠক তৈরির জন্য খ্যাত এই লেখকের প্রয়াণ দিবস ঘিরে কেন্দুয়া ও নুহাশ পল্লী— দুই জায়গাতেই চলে বিভিন্ন আয়োজন।

নুহাশ পল্লীতে বেলা পৌনে ১২টার দিকে পরিবারের পক্ষ থেকে হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর