বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সাবেক এমপির ওপর হামলা আহত ১০

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বিএনপির সদস্য সংগ্রহ সভায় হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামের ব্যক্তিগত প্রাইভেটকারসহ চারটি মোটরসাইকেল। হামলাকারীদের এলোপাতাড়ি মারপিটে আহত হয়েছেন শহীদুল ইসলামসহ ১০ জন। এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের দায়ী করা হয়েছে। মিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মিরপুর বিএনপির সভাপতি আবদুল হক জানান, উপজেলা কার্যালয়ে সদস্য ফরম বিতরণকালে আওয়ামী লীগ নেতা রাশেদুজ্জামান ছন্দ ও যুবলীগের তাপসের নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা হামলা চালান। এ সময় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ আসনের সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামসহ ১০ জন আহত হন। আহত অন্যদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপির সভাপতি আবদুর রসিদ, এনটিভি ক্যামেরা পারসন আশিকুজ্জামান সারপু। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া শহীদুল ইসলামের ব্যবহৃত প্রাইভেটকার ও কয়েক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। অধ্যাপক শহীদুল ইসলাম জানান, স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী এ হামলা করেছেন। তিনি এর তীব্র নিন্দা জানান। এ ব্যাপারে জানতে মিরপুর পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র এনামুল হকের মোবাইল ফোনে কল করলেও তিনি ফোন ধরেননি।

 মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিএনপি কার্যালয়ে যুবলীগের কর্মীরা হামলা চালান। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। কার নেতৃত্বে হামলা হয়েছে তা তিনি জানেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর