বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা
পর্যটন

ভারতে ভ্রমণের শীর্ষে বাংলাদেশি পর্যটক

কলকাতা প্রতিনিধি

ভারতে ভ্রমণের শীর্ষে বাংলাদেশি পর্যটক

চলতি বছরের জুন মাস পর্যন্ত জরিপে দেখা গেছে, গত বছরের তুলনায় ভারতে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। আর এক্ষেত্রে শীর্ষে রয়েছেন বাংলাদেশি পর্যটকরা। ভারতের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৭ সালের জুনে দেশটিতে ফরেন ট্যুরিস্ট অ্যারাইভাল (এফটিএ)-এর সংখ্যা ছিল ৬.৭০ লাখ, গত বছর অর্থাৎ ২০১৬ সালের জুনে সেই সংখ্যাটা ছিল ৫.৪৭ এবং ২০১৫-এর জুন মাসে দেশটিতে ভ্রমণকারী বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ৫.১২ লাখ। সেক্ষেত্রে ২০১৬-এর জুনের চেয়ে ২০১৭-এর জুনে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যার হার বৃদ্ধি পেয়েছে ২২.৫ শতাংশ। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব বিদেশি পর্যটক ভারতে ভ্রমণ করতে আসেন, তাদের মধ্যে সবার ওপরে রয়েছে বাংলাদেশ (২৯.২৩ শতাংশ)। এর ঠিক পরেই আছে যুক্তরাষ্ট্র (১৯.৭০ শতাংশ), যুক্তরাজ্য (৬.১৪ শতাংশ), মালয়েশিয়া (৩.৮২ শতাংশ), অস্ট্রেলিয়া (২.৫৬ শতাংশ) এবং চীন (২.৫২ শতাংশ)। ভারতে ভ্রমণের ক্ষেত্রে কয়েক বছর আগেও সবার ওপরে স্থান ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু শেষ কয়েক বছরে সেই চিত্র অনেকটাই বদলেছে। যুক্তরাষ্ট্রকে অনেকটাই পেছনে ফেলে সেই জায়গা দখল করেছেন বাংলাদেশি পর্যটকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর