শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিজিএমইএ ভবনের সামনে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বকেয়া বেতনের দাবি ও গার্মেন্ট বন্ধের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল বেলা ১১টায় উত্তরা থেকে কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনের দিকে পদযাত্রা শুরু করেন টঙ্গীর একটি গার্মেন্টের প্রায় তিন শতাধিক শ্রমিক। এতে উত্তরা থেকে বনানী পর্যন্ত সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।  গার্মেন্ট শ্রমিকদের অভিযোগ, তিন মাসের বেতন বকেয়া রেখে হঠাৎ গার্মেন্টটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে তারা সকাল থেকে উত্তরায় জমায়েত হয়ে বিজিএমইএ ভবনের দিকে পদযাত্রা করার সিদ্ধান্ত নেন।  খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, টঙ্গীতে একটি গার্মেন্টের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় চলতি মাসের ৮ তারিখে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। মালিকপক্ষ গার্মেন্টটি অন্যত্র সরিয়ে নিতে চাইলেও শ্রমিকরা তা মেনে নিচ্ছেন না। বিজিএমইএ সূত্র জানায়, উদ্ভূত সমস্যা সমাধানের জন্য আগামী সোমবার শ্রমিক-মালিক প্রতিনিধিদের নিয়ে আলোচনার দিন নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর