শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা
মিতু হত্যা

অস্ত্র মামলায় আরও দুজনের সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহূত অস্ত্র উদ্ধার মামলায় আরও দুজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। দ্বিতীয় দফায় সাক্ষ্য দিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের এসআই মোস্তাক আহমেদ ও পথচারী জাফর আহমেদ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূরের আদালতে সাক্ষ্য দেওয়ার পর আসামির আইনজীবীরা তাদের জেরা করেন। এর আগে গত ২৭ মার্চ মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামানের সাক্ষ্য সম্পন্ন হয়। মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘বিচারক আগামী ২২ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন।’   এদিকে মামলা দায়েরের সময় মামলার দুই আসামি এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে   আদালতে হাজির করা হয়। গত বছরের ২২ নভেম্বর মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের এই মামলাটির অভিযোগপত্র গত বছরের ২৮ জুলাই আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মহিম উদ্দিন। অভিযোগপত্রে হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্র সরবরাহকারী ভোলা ও  মনিরকে আসামি করা হয়। গত বছরের ২৭ জুন ভোলা এবং পরদিন মনির গ্রেফতার হয়েছিল। মনিরের জিম্মা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছিল। প্রসঙ্গত, গত বছরের ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর