শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাগীব আলী ও তার ছেলের জামিন নাকচ

নিজস্ব প্রতিবেদক

চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের মামলায় দণ্ডিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের জামিনের আবেদন খারিজ করা হয়েছে। জামিন আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরুল্লাহ। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক। গত ২ ফেব্রুয়ারি সিলেটের একটি আদালতের রায়ে রাগীব আলী ও তার ছেলেকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায়ের বিরুদ্ধে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন রাগীব আলী ও তার ছেলে। ওই আপিলে অসুস্থতা ও বয়স উল্লেখ করে জামিন চেয়েও আবেদন করা হয়। পরে আদালত বদল হলে ২৪ মে সিলেট বিশেষ দায়রা জজ মো. মফিজুর রহমান ভূঞার আদালত জামিন নামঞ্জুর করে। এ আদেশের বিরুদ্ধে ৯ জুলাই হাই কোর্টে আবেদন করেন রাগীব আলী ও তার ছেলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর