শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

চোখ থেকে বের হলো ২৭টি কন্ট্যাক্ট লেন্স!

প্রতিদিন ডেস্ক

চোখে ছানি হয়েছে এই ভেবে এক নারী চিকিৎসকের কাছে যান অপারেশনের জন্য। কিন্তু অপারেশন করতে গিয়ে চিকিৎসবের চক্ষু চড়কগাছ। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চক্ষু বিশেষজ্ঞ দেখেন মহিলার চোখে আটকে আছে ১৭টি কন্ট্যাক্ট লেন্স। আরও খুঁটিয়ে পরীক্ষার পর দেখা গেল, সংখ্যাটা ১৭ নয়, ২৭। ঘটনাটি ইংল্যান্ডের।

চিকিৎসক জানান, চোখের মধ্যে আটকে রয়েছে অনেক কন্ট্যাক্ট লেন্স। যার জন্যই মূলত দৃষ্টিশক্তি কমে গেছে ওই মহিলার। এরপরই চোখ থেকে গুনে গুনে ২৭টি আটকে থাকা কন্ট্যাক্ট লেন্স বের করেন ডাক্তার।

মহিলা জানান, গত ৩৫ বছর ধরে তিনি ‘মান্থলি ডিসপোজাল’ কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করছিলেন। কিন্তু নিয়মিত চেকআপ করাননি। আর তাতেই এই বিপত্তি।

বার্মিংহামের কাছে সোলিহাল হাসপাতালে এই বৃদ্ধার চোখের চিকিৎসা হয়। হাসপাতালের চক্ষু চিকিৎসক রুপাল মোরহারিয়া ওই নারীর চিকিৎসা করেন। তিনি বলেন, ‘এমন ঘটনা আমরা আগে কখনো দেখিনি। ১৭টি লেন্স একসঙ্গে লাগানো ছিল। চোখ থেকে মোট ২৭টি লেন্স বের করেছি। এতগুলো লেন্স থাকলে প্রচুর জ্বালাপোড়া ও অস্বস্তি হওয়ার কথা। কিন্তু ওই নারী কিছুই বুঝতে না পারায় আমরা আশ্চর্য হয়েছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর