শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা
জাজিরায় ভুল চিকিৎসা

চিকুনগুনিয়ায় যুবকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত এক যুবক মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, জ্বরে আক্রান্ত হওয়ার পর গত বৃহস্পতিবার বিকালে রহিম উদ্দিন মালাই মৃধা কান্দি গ্রামের সোহরাব বেপারির ছেলে রনি বেপারিকে (১৯) জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল ভোররাতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে রনিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তাকে চিকুনগুনিয়ার চিকিৎসা না করে ভুল চিকিৎসা করা হয়। এতেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে চিকিৎসকদের দাবি, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। যুবকের পরিবার জানায়, ১৫ জুলাই রনি জ্বরে আক্রান্ত হয়ে কোনো হাসপাতালে চিকিৎসা না নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি বিলাশপুর ইউনিয়নের রহিমউদ্দিন মালাই মৃধাকান্দি গ্রামের চলে আসে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার বিকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুদুল হাসান বলেন, ছেলেটিকে যখন হাসপাতালে আনা হয়েছিল তখন তার অবস্থা খুব খারাপ ছিল। তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিছু পরীক্ষা নিরীক্ষাও করানো হয়। সম্ভবত ছেলেটি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। চিকুনগুনিয়ায় আক্রান্তের কোনো সিমটম তার শরীরে পাওয়া যায়নি। সিভিল সার্জন নির্মল চন্দ  দাস বলেন, চিকুনগুনিয়া ডায়াগনসিস করার মতো অবস্থা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সিমটম প্রায় কাছাকাছি।

সর্বশেষ খবর