শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বাঁচানো গেল না রাজলক্ষ্মীকে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

বাঁচানো গেল না রাজলক্ষ্মীকে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক থেকে নামানোর সময় আঘাতপ্রাপ্ত হওয়া রাজলক্ষ্মীকে আর বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টা ৪০ মিনিটে হাতিটি মারা গেছে। হাতিটিকে বাঁচিয়ে রাখার জন্য গত এক সপ্তাহ ধরে প্রাণী সম্পদ বিভাগ চিকিৎসা করে আসছিল। কিন্তু উন্নত কোনো চিকিৎসা না থাকায় হাতিটিকে শুধু স্যালাইন দেওয়া হচ্ছিল। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকেই শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে রাজলক্ষ্মীর শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। গত দুদিনে ৪৫টি স্যালাইন পুশ করা হয়। আজ আরও পঁচিশটি স্যালাইন দেওয়ার কথা ছিল। গতকাল  সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার ৫নং পুলসংলগ্ন অঞ্জন দেবের বাড়ির পাশের জমিতে মৃত হাতিটি পড়ে আছে। এর পাশেই ছড়ার পাড়ে গর্ত করা হচ্ছে হাতিটিকে পুঁতে রাখার জন্য। আর শত শত উত্সুক জনতা ভিড় করছেন হাতিটিকে শেষ দেখার জন্য। অন্যদিকে চলছে হাতির ময়নাতদন্তের সব আয়োজন। ছুরি, চাকু, ত্রিপল, কাপড় যা যা প্রয়োজন সবকিছু আগে থেকে এনেই প্রস্তুত রাখা হচ্ছে। ভিড়ের চাপ সামাল দিতে নেওয়া হয়েছে পুলিশি নিরাপত্তা। সন্ধ্যায় ময়নাতদন্তের পর রাতেই রাজলক্ষ্মীকে পুঁতে রাখা হবে। রাজলক্ষ্মীর ওজন প্রায় তিন হাজার কেজি।  বয়স প্রায় ৩০ বছর। শ্রীমঙ্গল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আরিফুল ইসলাম বলেন, হাতিটিকে আর বাঁচিয়ে রাখা যায়নি। কোমর বা মেরুদণ্ডের হাড় স্থানচ্যুত হয়ে হাতিটি আহত হয়েছিল। ময়নাতদন্তের জন্য তিন সদস্যের কমিটি করা হয়েছে। সন্ধ্যার পর ময়নাতদন্ত করা হবে। ভিসেরা প্রাণিসম্পদ বিভাগের কেন্দ্রীয় রোগতত্ত্ব গবেষণাগারে পাঠানো হবে। রিপোর্ট পেলে বোঝা যাবে কি কারণে হাতিটি মারা গেছে। হাতির মালিক কমলগঞ্জ উপজেলার কানাইদাসী গ্রামের সিরাজুল ইসলাম বলেন, তিনি ২০১১ সালে বন বিভাগ থেকে হাতিটির নিবন্ধন নিয়েছিলেন। তার পজেশন সার্টিফিকেট নং-৭৫৫/২১৩। গত দেড় বছর আগে সার্কাসের মালিক কাজল খান হাতিটি দৈনিক দুই হাজার টাকায় ভাড়া নিয়েছিলেন। গত ১৪ জুলাই বিশ্রামের জন্য হাতিটিকে ব্রাহ্মণবাড়ীয়া থেকে ট্রাকে করে শ্রীমঙ্গল নিয়ে আসা হয়। ওই দিন রাতে হাতিটিকে ট্রাক থেকে নামানোর সময় আঘাতপ্রাপ্ত হয়। তিনি প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, ট্রাক থেকে নামানোর সময় হাতির সামনের দুই পা ট্রাকে থাকা অবস্থায়ই গাড়ি টান দিলে হাতিটি মাটিতে পড়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর