রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পাহাড়ধসে এবার ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের হিমছড়িতে পাহাড়ধসে ঝরনা দেখতে আসা এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির আলম রিদওয়ান  (২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাড়ি রাজধানীর উত্তরায়। অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, কক্সবাজারে বেড়াতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী গতকাল বিকালে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় ঝরনা দেখতে আসেন। হিমছড়ির ৪ নম্বর ব্রিজ এলাকার খাড়া ঝরনায় গোসলের সময় পাহাড়ের একটি অংশ ধসে পড়লে চারজন মাটি চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে সাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান উদ্দিন রুবেল বলেন, পাহাড় ধসে আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। নিহতের বন্ধু তানভীর আহমদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাত বন্ধু মিলে শুক্রবার কক্সবাজার বেড়াতে আসেন। গতকাল বিকালে তারা হিমছড়ি ঝরনায় গোসল করছিলেন। এ সময় পাহাড় ধসে চার বন্ধু মাটি চাপা পড়েন।

 

সর্বশেষ খবর