সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিএনপির সংঘর্ষে প্রেস ক্লাব চত্বর রণক্ষেত্র, আহত ৭

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত হয় প্রেস ক্লাব চত্বর। পুলিশ লাঠিচার্জ ও টিআর শেল নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। আহত হয়েছেন পুলিশের দুই সদস্যসহ বিএনপির পাঁচ নেতা-কর্মী। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ১১ জনকে। টাঙ্গাইল প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে কর্মসূচি চলাকালে গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল প্রেস ক্লাবের কমিউনিটি সেন্টারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয় সকালে। বিদ্রোহী গ্রুপ প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা কমিউনিটি সেন্টারে ইটপাটকেল ছুড়লে দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। রণক্ষেত্রে পরিণত হয় প্রেস ক্লাব ও আশপাশের এলাকা। শিক্ষা প্রতিষ্ঠান, পথচারী ও যান চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার খবর পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও শহীদুল ইসলাম বাবুলসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে যোগ দিতে পারেননি। টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক জানান, সংঘর্ষ চলাকালে পুলিশের কয়েক সদস্য আহত হন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর