সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ইউএনওর মামলা প্রত্যাহার, ক্লোজড ৬ পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল আদালতে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা প্রত্যাহার করেছেন মামলার বাদী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত ধর্মবিষয়ক সম্পাদক ওবায়েদ উল্লাহ সাজু।

গতকাল সকালে মামলা প্রত্যাহারের আবেদনের পর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অমিত কুমার দে বাদীর আবেদন গ্রহণ করে ২৪৮ ধারায় মামলা প্রত্যাহার করেন এবং মামলার দায় থেকে ইউএনও গাজী তারিক সালমনকে খালাস দেন। এদিকে গত ১৯ জুলাই বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর বরগুনা সদরের ইউএনও গাজী তারিক সালমনকে হাতকড়া চেপে ধরে হাজতখানায় নেওয়া এবং তারসঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তদন্ত করছে পুলিশ সদর দফতর। ওইদিনই আদালতে দায়িত্বপ্রাপ্ত একজন এসআইসহ পুলিশের ৬ সদস্যকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে গত ৭ জুন ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা করেছিলেন অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু।

সর্বশেষ খবর