মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আদালতে খালেদার আইনজীবীদের হট্টগোল ক্ষমা প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন নিয়ে আদালতে আইনজীবীদের হট্টগোল হয়েছে। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামানের আদালতে এ ঘটনা ঘটে। এ সময় এক আইনজীবীকে গ্রেফতারের  নির্দেশ দেয় আদালত। পরে খালেদা জিয়ার আইনজীবীরা ক্ষমা প্রার্থনা করলে আদালত পরোয়ানা প্রত্যাহার করে। তবে খালেদার বিরুদ্ধে জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে কোনো আদেশ হয়নি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা গতকালও শেষ হয়নি। ২৭ জুলাই পর্যন্ত জেরা মুলতবি করা হয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রথম তদন্তকারী কর্মকর্তা দুদকের তৎকালীন উপ-পরিচালক নুর আহমেদকে জেরা এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। আদালতের অনুমতি না নিয়ে বিদেশে যাওয়ায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা আদালতে বলেন, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তিনি চিকিৎসার জন্য বিদেশে গেছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এটা ঠিক নয়। এক পর্যায়ে খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় অসদাচারণের কারণে তাকে গ্রেফতারের নির্দেশ দেয় আদালত। তখন বিএনপি সমর্থক আইনজীবীরা মাহবুব উদ্দিন খোকনের আচরণের জন্য ক্ষমা চান। পরে আদালত আদেশ প্রত্যাহার করেন এবং নতুন তারিখ ধার্য করেন। এ বিষয়ে খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, আদালতে হট্টগোল হয়েছে। তা মিটমাট হয়েছে।

সর্বশেষ খবর