মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভোটার তালিকা হালনাগাদ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আজ ময়মনসিংহে এ কার্যক্রম উদ্বোধন করবেন। গতকাল সিইসি চার নির্বাচন কমিশনারকে নিয়ে ময়মনসিংহ গেছেন। রাতে তারা সার্কিট হাউসে অবস্থান করেছেন। এরপর জেলার টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধনের পর আজই ঢাকায় ফিরবেন তারা। এবার ৩৫ লাখ নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাবে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়ার কার্যক্রম ২৫ আগস্ট শেষ হবে। এরপর নানা প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এবার সাতটি বিশেষ কমিটি গঠন করেছে ইসি। রোহিঙ্গা ভোটার ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আবার নারী ভোটার বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি। এবারকার ভোটার তালিকা হালনাগাদে টার্গেট হচ্ছে মৃত ভোটারদের বাদ দিয়ে নারী ভোটারের সংখ্যা বাড়ানো। কেননা দুই বছর আগে নিবন্ধনতথ্য নিতে গিয়ে কম বয়সীদের অনাগ্রহে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। সেই সঙ্গে নারী ভোটারদের অনীহা ও মৃতদের বাদ দেওয়ার কাজেও সফলতা পায়নি সংস্থাটি। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসি। তবে একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদে বাদ পড়া ও নতুন ভোটারদের ব্যাপক সাড়া পাওয়ার আশা করছে ইসি। ইসি কর্মকর্তারা বলছেন, স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলমান থাকায় ভোটার হতে নাগরিকদের আগ্রহও বেড়েছে। পাশাপাশি একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদেরও বিশেষ নজর থাকবে। ভোটার হতে সচেতনতার পাশাপাশি ইসির প্রচারণা ও বাড়ি বাড়ি যেতে তথ্য সংগ্রহকারীদের গাফিলতি না থাকলে এবার লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে মনে করেন তারা। ২০১৫ সালে একসঙ্গে তিন বয়সীদের (বর্তমানে যাদের বয়স ১৫ থেকে ১৭ বছর) তথ্য সংগ্রহ করা হয়। ওই সময় প্রায় ৭২ লাখ নাগরিকের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও তা পূরণ করতে পারেনি কমিশন। ভরা বর্ষায় হালনাগাদের কাজ চলায় অনেক এলাকায় তথ্য সংগ্রহকারীদের বাড়ি বাড়ি না যাওয়ার অভিযোগ ছিল। আজ ২৫ জুলাই থেকে সব উপজেলায় হালনাগাদ কার্যক্রম শুরুর কথা রয়েছে। এদিন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ময়নমসিংহে হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন। এর আগে ইসির বিদায়ী সচিব মোহাম্মদ আবদুল্লাহ জানান, এবার একযোগে সব উপজেলায় আজ ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে। এই হালনাগাদে প্রায় ৩৫ লাখ নতুন ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, ২০১৮ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর হবে এবং যেসব নাগরিক যোগ্য হওয়ার পরও বিভিন্ন কারণে ভোটার হতে পারেননি, কেবল তাদের ভোটার করা হবে। এ সময় মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং ভোটার স্থানান্তরের আবেদনও নেওয়া হবে। ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। বাংলাদেশের মোট ১০ কোটি ১৮ লাখের বেশি ভোটারের মধ্যে নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। এ অনুপাত ৫১:৪৯। তবে সর্বশেষ হালনাগাদে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার প্রায় ৬ শতাংশ কম। হালনাগাদের পর নারী-পুরুষের ব্যবধানও কমে আসবে বলে ধারণা করছেন ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

সর্বশেষ খবর