মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চেন্নাই নেওয়া হচ্ছে সিদ্দিকুরকে হবে তদন্তও

তিতুমীর কলেজের আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের  চোখের উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে ভারতের  চেন্নাই নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুরের চিকিৎসার আর্থিক খরচ বহনসহ সার্বিক দায়িত্ব সরকার নিয়েছে। সে অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল সকালে সিদ্দিককে সুস্থ করতে সর্বোচ্চ চিকিৎসা  সেবা প্রদানের নির্দেশ দিলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা এ ব্যবস্থা নেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সিদ্দিকের জখমের তদন্ত হচ্ছে : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, শাহবাগে সিদ্দিকুর রহমান আহত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনায় পুলিশের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাজধানীর পল্টনে কাবাডি লিগের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।  আইজিপি বলেন, পুলিশ বাহিনীর ভিতর কিছু সদস্য আছেন যারা অতি উৎসাহী। যদি অতি উৎসাহিত হয়ে এ ধরনের ঘটনা ঘটানো হয়, তাহলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে দেখে ফেরার সময় সাংবাদিকদের ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত হয়েছি। সিদ্দিকুরের কীভাবে আঘাত লাগল, অনুসন্ধান করে তদন্ত করে কারণ বের করা হবে। এখানে অন্য কোনো পক্ষ থেকে স্যাবোটাজ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

 

সর্বশেষ খবর