বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিষাক্ত লিচু খেয়েই মৃত্যু সেই ১৩ শিশুর

নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত লিচু খাওয়ার ফলেই দিনাজপুরে ২০১২ সালে একসঙ্গে ১৩ শিশুর মৃত্যু ঘটে। এর বিষক্রিয়ার কারণে মস্তিষ্কের প্রদাহজনিত আক্রমণের ফলে শিশুদের মৃত্যু হয়। সম্প্রতি এক গবেষণায় আমেরিকান জার্নাল অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনে এ তথ্য প্রকাশ করা হয়। আইসিডিডিআর’বি, জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও রোগতত্ত্ব বিভাগ এবং ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন একসঙ্গে এই গবেষণাটি করে। গবেষণায় আরও জানানো হয়, লিচুর বিচি খেয়ে এই মৃত্যু হয়নি, কারণ বাংলাদেশে লিচুর বিচি খাওয়া হয় না। আইসিডিডিআর’বির সহযোগী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, লিচু বাগানে উঁচুমাত্রার ক্ষতিকর সার প্রয়োগের কারণে এই মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর