বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মেগা প্রকল্পে সিঙ্গাপুরকে চায় সরকার

বিষয়বস্তু বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন

রুকনুজ্জামান অঞ্জন

দেশের মেগা প্রকল্পগুলোতে সিঙ্গাপুরের বিনিয়োগ টানতে চাইছে সরকার। বিষয়টি নিয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ের আলোচনা শেষে এখন ফলোআপ বৈঠক হচ্ছে। সম্প্রতি এ ধরনের একটি বৈঠক শেষে তার বিষয়বস্তু বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে তেল, গ্যাস, শিল্প পার্ক, পর্যটনসহ বৃহৎ অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ রয়েছে সিঙ্গাপুরের। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এশিয়ার শক্তিশালী অর্থনীতির দেশ সিঙ্গাপুরে আছে বিনিয়োগ করার মতো প্রচুর অর্থ ও সক্ষমতা। অপরদিকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার জন্য আগামী পাঁচ বছরে বিপুল পরিমাণ বিনিয়োগ দরকার বাংলাদেশের। দেওয়া আর নেওয়ার এই আকাঙ্ক্ষা থেকেই সরকার সিঙ্গাপুরকে কাছে টানতে চাইছে। গত ১৭ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি আসে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে। হাইকমিশনার মুস্তাফিজুর রহমান তাতে জানান, দেশটির বাণিজ্যমন্ত্রী মি. লিম হ্যাং কিয়াং-এর সঙ্গে সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে বৈঠক করেছেন তিনি। চিঠিতে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানানোর কথা উল্লেখ করে হাইকমিশনার বলেন, আমরা বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড সম্প্রসারণের অনুরোধ জানিয়েছি। বিশেষ করে দেশে যে ১০০ অর্থনৈতিক অঞ্চল স্থাপন হচ্ছে, সেই অর্থনৈতিক অঞ্চলে দেশটির বিনিয়োগ চাওয়া হয়েছে। এ ছাড়া আমাদের মেগা প্রকল্পগুলোর উল্লেখ করে সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রীকে বলেছি যে, তারা চাইলে আমাদের এসব অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নেও অংশ নিতে পারে। জবাবে দেশটির বাণিজ্যমন্ত্রী মি. লিম হ্যাং কিয়াং তেল, গ্যাস, অবকাঠামো উন্নয়ন এবং শিল্প পার্ক ও পর্যটনে তাদের বিনিয়োগে আগ্রহের কথা জানান। এর আগে গত ডিসেম্বরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সিঙ্গাপুরে সফরে গেলে ওই সময় দেশটির বাণিজ্যমন্ত্রী মি. লিম কিয়াং বাংলাদেশে এলএনজি টার্মিনাল স্থাপনে তার দেশের আগ্রহের কথা জানান। জানা গেছে, সিঙ্গাপুরের বিনিয়োগ আনার বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এরই মধ্যে দেশটির শীর্ষ ব্যবসায়ী সংগঠন সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (এসবিএফ) সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত সমঝোতা চুক্তি করেছে বিডা। চলতি মাসে দ্বিতীয় সপ্তাহে এ দেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে সিঙ্গাপুরের এসবিএফ-এর ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসে। এই বিজনেস ফেডারেশন সে দেশের ২৪ হাজার ২০৬টি কোম্পানির সংগঠন। দেশটিতে নিবন্ধিত ৫০ লাখ ডলারের বেশি মূলধনের সব কোম্পানি এর সদস্য। গত ৯ জুলাই রাজধানীর একটি হোটেলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতিতে ওই বিজনেস ফেডারেশনের সঙ্গে তিনটি সমঝোতা চুক্তি হয়। সমঝোতা চুক্তির একটি সই হয়েছে বিডা ও সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের মধ্যে। আরেকটি সই হয়েছে এফবিসিসিআইয়ের সঙ্গে। তৃতীয় চুক্তিটি সই হয়েছে এফবিসিসিআই ও বিডিচ্যামের মধ্যে। বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম ওই সময় সাংবাদিকদের বলেন, আমরা কিছু ফ্ল্যাগশিপ প্রকল্পে সিঙ্গাপুরের বিনিয়োগ চাইছি, যার পরিমাণ ১০০ কোটি ডলারের বেশি হতে পারে। পরিমাণটা ৩০০ থেকে ৪০০ কোটি ডলারও হতে পারে। এসব প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী মাসে আমরা সিঙ্গাপুরে যাব, সেখানেও বিষয়গুলো তুলে ধরা হবে। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের চেয়ারম্যান এস এস টিও বলেন, বাংলাদেশ বেশ কিছু বড় অবকাঠামো প্রকল্প করছে। এ দেশে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। মধ্যম আয়ের দেশ হওয়ায় এখানে বড় বাজার তৈরি হচ্ছে। এ জন্য বিজনেস ফেডারেশন সিঙ্গাপুরের বড় এবং ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) দুই ধরনের প্রতিষ্ঠানকেই এ দেশে আসার ক্ষেত্রে উৎসাহ দিচ্ছে।

সর্বশেষ খবর