বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
জেলা প্রশাসক সম্মেলনে তোফায়েল

কারও দয়ায় চাকরি পাননি, নিষ্ঠার সঙ্গে কাজ করুন

নিজস্ব প্রতিবেদক

ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, ডিসিদের সঙ্গে বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সব সময় স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সব সময় স্বাভাবিক রাখতে ও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছি।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার “জনবান্ধব ও ব্যবসাবান্ধব”। ব্যবসায়ীরা যেন হয়বানির শিকার না হন, তারা যাতে অধিকতর উৎসাহ নিয়ে রপ্তানি বৃদ্ধি করতে পারেন ইত্যাদি বিষয় নিয়ে ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে।’ তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের একটা ঘোষণা আছে, “এক জেলা এক পণ্য”। ১৪টি পণ্য নির্ধারিত হয়েছে। সেগুলো যেন আমরা রপ্তানি করতে পারি সে ব্যাপারে ডিসিরা বাস্তব পদক্ষেপ নেবেন। ওইসব পণ্যকে আমরা ২০ শতাংশ নগদ সহায়তা দেব।’ তিনি বলেন, ‘ডিসিরা নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে কাজ করবেন সেটাই আমাদের প্রত্যাশা। তারা যেসব প্রস্তাব করেছেন সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘আমি ডিসিদের বলেছি আপনারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, কারও দয়ায় চাকরি পাননি, সুতরাং আপনারা নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, দক্ষতার সঙ্গে কাজ করবেন। মনে রাখবেন একজন জেলা প্রশাসক একটা জেলার প্রধান ব্যক্তি। সে হিসেবে আপনি নিষ্ঠার সঙ্গে নিরপেক্ষভাবে আপনার কাজ করবেন।’ এদিকে সকালে প্রথম অধিবেশনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা ডিসিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের জানান, ‘ডিসিরা বিমানবন্দরগুলোকে আধুনিকায়নের প্রস্তাব করেছেন। নতুন নতুন জায়গায় কিছু বিমানবন্দর স্থাপনের কথাও বলেছেন। বগুড়ায়ও বিমানবন্দর স্থাপনের প্রস্তাব করেছেন তারা।’ এ ছাড়া প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সংক্রান্ত কার্য অধিবেশন শেষে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘দেশের সব জেলায় পর্যায়ক্রমে প্রবাসীকল্যাণ ব্যাংকের শাখা এবং জনশক্তি ও কর্মসংস্থান অফিস স্থাপন করা হবে।’ তিনি বলেন, ‘ডিসিদের বলেছি বিদেশে গমনকারী শ্রমিকদের মেডিকেল চেকআপের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।’ দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত বৈঠক শেষে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ডিসি সম্মেলন নতুন কিছু নয়, এটি সরকারের একটি রুটিন ওয়ার্ক। ডিসি সম্মেলন সরকার ও মাঠপর্যায়ের প্রশাসনের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করে।’

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সাংবাদিকদের বলেন, ‘নারী ও শিশুর প্রতি যেন কোনো সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সহিংসতা হলে অপরাধী যেন কোনোভাবেই পার না পায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে ডিসিদের নির্দেশনা দিয়েছি।’

 

সর্বশেষ খবর