বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
র‌্যাব-ছিনতাইকারী বন্দুকযুদ্ধ

আশঙ্কামুক্ত দুই আসামি র‌্যাবের দুই মামলা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার আজিমপুরে র‌্যাবের সঙ্গে ছিনতাইকারীদের বন্দুকযুদ্ধের ঘটনায় লালবাগ থানায় দুটি মামলা হয়েছে। অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি এবং র‌্যাবের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে এ দুটি মামলার বাদী র‌্যাব-১০-এর উপসহকারী পরিচালক (ডিএডি) আজিজুর রহমান। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ মোশারফ হোসেন ও মনির হোসেন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ পাহারায় হাসপাতালের ১০২ নম্বর ক্যাজুয়ালটি ব্লকে ভর্তি এ দুই আসামির ব্যাপারে গতকাল আবাসিক চিকিৎসক ডা. জেসমিন নাহার এই প্রতিবেদককে জানান, ‘প্রথম দিনই একজনের অস্ত্রোপচার সম্পন্ন হয়। আজ (বুধবার) মনিরের অস্ত্রোপচার     হয়েছে।’ লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে কিনা,  ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মহিউদ্দীন ফারুকী বলেন, ‘গাজীপুরে গত ৭ মে ৬৬ লাখ ও ১০ জুলাই ৪০ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে এই সিন্ডিকেটের সদস্যরা জড়িত। এ ব্যাপারে আমাদের কাছে তথ্য রয়েছে। গ্রেফতার মোশারফ এই সিন্ডিকেটের প্রভাবশালী সদস্য। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে আরও তথ্য আদায় করা সম্ভব হবে।’

সর্বশেষ খবর