বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

হাজতের টয়লেটে রিমান্ডের আসামির আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা হাজতের টয়লেটে মাহফুজুর রহমান নামে এক রিমান্ডের আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মাহফুজুর নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আবু বক্করের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল বেলা ১টার দিকে। মঙ্গলবার তাকে দুই দিনের রিমান্ডে নিয়েছিল নাচোল থানা পুলিশ। নাচোল থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নাচোল উপজেলার নেজামপুর ইউপির জাহিদপুর হাটবাকইল গ্রামের নাসিরুদ্দিনের মেয়ে নাহিদা খাতুন (১৪) পেটের ব্যথা নিয়ে গত ১৭ জুলাই বিকালে জননী ক্লিনিকে ভর্তি হয়। ওই ক্লিনিকের মাহফুজুর রহমান ওরফে মাসুদ রানা বাদল আলট্রাসনোগ্রাফির পর ওই রোগীকে রাত সাড়ে ৯টায় অ্যাপেন্ডিসাইড অপারেশন করেন। পরে ১৮ জুলাই বিকালে ওই রোগীর অবস্থা শোচনীয় পর্যায়ে গেলে বেলা আড়াইটার দিকে মাহফুজুর রহমান ওরফে মাসুদ রানা বাদল রামেক হাসপাতালে রেফারড করেন। কিন্তু রামেক হাসপাতালে পৌঁছানোর আগেই নাহিদা খাতুনের মৃত্যু হয়। গ্রেফতারের পর তিনি যে ভুয়া ডাক্তার তা জানাজানি হয়। পুলিশ জানায়, মাহফুজ এইচএসসি পাস হলেও তা গোপন রেখে নিজেকে ডা. মাসুদ রানা বাদল পরিচয় দিয়ে এবং ২০১৩ সালে এমবিবিএস পাসের সনদপত্রে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাস করেছে বলে দেখা যায়। এ ব্যাপারে নাহিদা খাতুনের পিতা নাসিরুদ্দিন বাদী হয়ে মাহফুজুর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার মাহফুজুর রহমানকে দুই দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। এদিকে গতকাল বেলা ১টার দিকে মাহফুজুর টয়লেট থেকে দীর্ঘসময় পরও বের না হওয়ায় পুলিশের সন্দেহ হয়। পরে বেলা আড়াইটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম ঘটনাস্থলে পৌঁছে দেখেন মাহফুজুর রহমান টয়লেটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সর্বশেষ খবর