শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

দোকান কর্মচারী হত্যায় তিনজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানের জুতার দোকানের কর্মচারী আলমগীর হোসেন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার বিশেষ দায়রা জজ ও পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। রায়ে নতুন কদমতলীর পালপাড়ার জনি (২৬), কদমতলীর দারোগাবাড়ি রোড এলাকার হাসান ওরফে কালু (২০) ও মনির হোসেনকে (২৭) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে জনি অন্য মামলায় কারাগারে থাকলেও বাকিরা জামিন নিয়ে পলাতক। সূত্রে জানা যায়, সিদ্দিক বাজার জুতার দোকানের কর্মচারী আলমগীরের (২৭) পূর্ব পরিচিত ছিল ওই তিনজন। ২০০৯ সালের ১৩ আগস্ট মধ্যরাতে দোকান থেকে কদমতলীর বাসায় ফেরার পথে শ্যামপুর হাই স্কুলের কাছে তিন মাদকসেবী তাকে ছুরি  মেরে হত্যা করে। ওই ঘটনায় আলমগীরের স্ত্রী লায়লা আক্তার বাদী হয়ে কদমতলী থানায় হত্যা মামলা করেন। তিন আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

সর্বশেষ খবর