শনিবার, ২৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা
নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী

১৬ কোটি মানুষের স্বপ্ন পূরণের প্রত্যয়ে নিউজ টোয়েন্টিফোর

বর্ণাঢ্য আয়োজনে বর্ষপুর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক

১৬ কোটি মানুষের স্বপ্ন পূরণের প্রত্যয়ে নিউজ টোয়েন্টিফোর

নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও অন্য অতিথিরা। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।—বাংলাদেশ প্রতিদিন

ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দিনভর বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারায় নিউজ টোয়েন্টিফোরের কার্যালয়ে ছিল নানা শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি। এক বছরের কর্মকাণ্ডের উচ্ছ্বসিত প্রশংসায় সিক্ত হলো নিউজ টোয়েন্টিফোর। আগত অতিথিদের বক্তব্যে উঠে আসে প্রত্যাশা ও প্রাপ্তির বিশ্লেষণ।

দিনভর অতিথিরা ফুল দিয়ে অভিনন্দন জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান ও ওয়ালিদ সোবহানকে। এ সময় প্রায় সবাই একবাক্যে বলেন, নিউজ টোয়েন্টিফোর দেশের ১৬ কোটি মানুষের স্বপ্ন পূরণের প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। ইতিবাচক ও বিশ্লেষণধর্মী সংবাদ এবং অনুষ্ঠান পরিবেশনায় ভিন্নমাত্রা নিয়ে এসেছে ২৪ ঘণ্টার এ সংবাদ চ্যানেল। তবে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে নিউজ টোয়েন্টিফোরকেই কার্যকর ভূমিকা পালনের পরামর্শও দেন অতিথিরা।  

সকাল ১০টার দিকে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করেন বসুন্ধরা গ্রুপ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। এরপর দিনভর শুভানুধ্যায়ীদের পদচারণা আর শুভ কামনায় সিক্ত হয় নিউজ টোয়েন্টিফোর। গতকাল সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি আর শুভ কামনার মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা পর্ব। এ উপলক্ষে নিউজ টোয়েন্টিফোরের কার্যালয় বাহারি আলোকসজ্জায় সাজানো হয়। বিকালে বর্ষপূর্তি অনুষ্ঠানের বিশেষ আয়োজন হিসেবে সম্মাননা প্রদান করা হয় দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে। নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় তার হাতে সম্মাননা তুলে দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

 

স্মারক প্রদান অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘সবার আগে দেশ। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে গিয়েছিলেন বলে আজ আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি। আমরা স্বাধীনতা পেয়েছি বলে আজকে মিডিয়া এ পর্যায়ে পৌঁছতে পেরেছে। আমরা ছয়টি মিডিয়া হাউস পরিচালনা করি। মিডিয়াতে শুধু লিখলে বা বললে হবে না, তা অবশ্যই গঠনমূলক হতে হবে।’ মিডিয়াতে দেওয়া তথ্যের বিষয়ে তিনি বলেন, ‘মানুষকে মিথ্যা  বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা যাবে না। সমালোচনা করলে তা অবশ্যই গঠনমূলক হতে হবে। আমরা মিডিয়ার মাধ্যমে দেশের ১৬ কোটি মানুষের স্বপ্নকে তুলে ধরি। এতে যদি তাদের উপকার হয় তাহলে সেখানেই স্বার্থকতা। আমরা নিরপেক্ষ নই, আমরা জনগণের পক্ষে— এই স্লোগানে বিশ্বাসী।’

 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘নিউজ টোয়েন্টিফোর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এক বছরে তারা দেখিয়ে দিয়েছে যে নেগেটিভ বিষয়ের বাইরে পজেটিভ বিষয়ও সংবাদ হতে পারে। আমাদের ভুলত্রুটি থাকলে আপনারা অবশ্যই বলবেন কিন্তু সেটা গঠনমূলক হতে হবে।’

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘চ্যানেলটি যখন লাইসেন্স পায় তখন আমি চিন্তা করেছিলাম এত চ্যানেলের ভিড়ে কীভাবে নিজেদের জায়গা করে নেবে। কিন্তু তারা নিউজ, প্রোগ্রামের বৈচিত্র্যপূর্ণ উপস্থাপন এবং ভিন্ন স্বাদে নিজেদের বহুমাত্রিকতা প্রমাণ করেছে। খবরও যে বহুমাত্রিক হতে পারে তা নিউজ টোয়েন্টিফোর দেখিয়েছে। তারা ১৬ কোটি মানুষের আশা, স্বপ্ন এবং বিনোদনের পথ দেখিয়েছে।’

সম্মাননা হাতে নিয়ে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, আমি যখন প্রথম চ্যানেল এটিএন বাংলা শুরু করলাম তখন যে লোকটা প্রথম আমার সঙ্গে কাজ শুরু করেছিলেন তিনি নঈম নিজাম। কাজের উৎকর্ষতায় তিনি নিজেই এখন একটি টিভি চ্যানেল পরিচালনা করেন। আমরা এই দুই প্রতিষ্ঠানকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না। আর সব মিডিয়া হাউসকে এভাবেই একসঙ্গে মিলেমিশে কাজ করা উচিত। সবাই মিলে দেশের সেবায় হাত মেলাতে হবে। আমরা যারা নিউজ চ্যানেল চালাই বিভিন্ন বিষয়ে অবশ্যই সমালোচনা করব কিন্তু সেটা গঠনমূলক কিনা তা বিবেচনা করতে হবে।নিউজ টোয়েন্টিফোরের বর্ষপূর্তি শুভেচ্ছা জানাতে এসেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে নিউজ টোয়েন্টিফোর। তারা তাদের নীতিগত আদর্শ এবং সুন্দর উপস্থাপনায় মানুষের মনে জায়গা করে নিয়েছে।

মিডিয়াকে কাজ করতে হবে দেশের জন্য মানুষের জন্য। কাউকে খুশি করার প্রবণতা বাদ দিতে। যার যে টুকু প্রাপ্য সে স্থান তাকে দিতে হবে।’ এ সময় দেশের নির্বাচনী পরিস্থিতি এবং মিডিয়ার ভূমিকা বিষয়ে বলেন, ‘আমরা চাই গণতান্ত্রিক, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। এসময় মিডিয়াকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। মিডিয়াকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হবে।’ শুক্রবার সকাল থেকেই চ্যানেলটির বসুন্ধরা আবাসিক এলাকার কার্যালয়ে ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। যাদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা। বিশিষ্টজনদের নিয়ে কেক কেটে বর্ষপূর্তির দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন বসুন্ধরা গ্রুপ ও এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এসময় সঙ্গে ছিলেন তার পুত্র ওয়ালিদ সোবহান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর