শনিবার, ২৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বন্যা বৃষ্টির প্রভাবে বেড়েছে তেল মাছ সবজির দাম

নিজস্ব প্রতিবেদক

বন্যা বৃষ্টির প্রভাবে বেড়েছে তেল মাছ সবজির দাম

বাজার দর

বন্যা ও টানা বর্ষণের কারণে রাজধানীর নিত্যপণ্যের বাজারে বেড়েছে ভোজ্যতেল, মাছ ও সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে ভোজ্যতেল, মাছ ও সব ধরনের সবজির দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে। এছাড়া বাড়তি দামে চিনি ও চালের দাম স্থিতিশীল রয়েছে। বন্যার প্রভাবে সবজির সরবরাহ কমে গেছে। পাশাপাশি পরিবহন খরচও বেড়েছে। গতকাল সকালে রাজধানীর মিরপুর ও বারিধারা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। মিরপুর ১ নম্বর সেকশনের কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ক্রেতা বেশি থাকলেও নিত্যপণ্যের দামও ছিল বাড়তি। ফলমূল থেকে শাক-সবজি সবই ক্রেতারা কিনছেন চড়া দামে। তবে এ বাজারে মুরগি ও গরুর মাংসের দাম ছিল আগের সপ্তাহের মতোই। গরুর মাংস ৫০০ টাকায় এবং ব্রয়লার মুরগি ১৭০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া দেশি মুরগি মাঝারি আকৃতির প্রতিটি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হয়েছে। তবে খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গতকালও প্রতিকেজি খাসির মাংস ৭০০ টাকায় বিক্রি হয়েছে। বারিধারা বাজার ঘুরেও এমন চিত্র দেখা গেছে।

মিরপুর ১ নম্বর সেকশনের কাঁচাবাজারের মুদি দোকানদার ওমর আলী বলেন, জিনিসপত্রের দাম বাড়তে থাকায় নিম্ন আয়ের মানুষ অনেকটা দিশাহারা। দেখা  গেছে, চিনি কেজিতে এক টাকা বেড়ে  প্রতিকেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চাল মানভেদে প্রতিকেজি ৪৮ থেকে ৫০ টাকায়। মোটা চাল ৩৬ থেকে ৩৮ টাকায়। চালের দাম আরও বাড়তে পারে বলে দোকানিরা আশঙ্কা প্রকাশ করেছেন। বাজার ঘুরে আরও দেখা গেছে, মসুর ডাল প্রতিকেজি ১২০ থেকে ১৪০ টাকায়, মুগ ১০৫, খেসারি ৭৫ ও ছোলার ডাল ৮০ টাকায় বিক্রি হয়। পেয়াজের দাম কেজিতে দুই থেকে তিন টাকা কমেছে। গতকাল প্রতিকেজি পেয়াজ বিক্রি হয়েছে ২৫ টাকায়। এছাড়া আলু ২০ টাকায়, রসুন প্রতিকেজি ১০০ থেকে ১৪০ টাকায় ও গুঁড়া মরিচ প্রতিকেজি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হতে দেখা  গেছে। টমেটো ১২০  থেকে ১৪০ টাকায়, কাঁকরোল প্রতিকেজি ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, পটোল ৪০ টাকা, কাঁচা কলা হালি ৩০ টাকা, কচুর লতি ৫০, পুঁইশাক প্রতিকেজি ২৫ টাকা এবং কাঁচামরিচ প্রতিকেজি ১২০ টাকায় বিক্রি হয়। এছাড়া প্রতিকেজি দেশি পেয়াজ ২৫ টাকা দরে বিক্রি করছে খুচরা দোকানিরা। মাছের বাজারে সরবরাহ কম থাকায় দাম ছিল একটু বেশি। গতকাল মাঝারি আকারের ইলিশের প্রতিকেজি ১২০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি হয়েছে। রুই (বড়) দেশি ৩৫০ থেকে ৩৮০, নলা ১৮০ থেকে ২২০ টাকা, শিং ৫০০ থেকে ৬০০ টাকা, চাষের কৈ এক কুড়ি ২২০ থেকে ২৫০ টাকা, মানভেদে গুঁড়া মাছ ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া লইট্যা ২০০, কোরাল ৩৫০, রিটা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর