শনিবার, ২৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সীতাকুণ্ডের ত্রিপুরা পল্লীতে ফের ১১ শিশু অসুস্থ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি বারআউলিয়া ত্রিপুরা পল্লীতে ফের ১১ শিশু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল সকালে ত্রিপুরা পল্লীর ১১ শিশু হঠাৎ অসুস্থ বোধ করলে তাদের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়।

জ্বরে আক্রান্ত শিশুরা হলো- ইন্দ্র মোহন ত্রিপুরা (২), পপি ত্রিপুরা (২), শিবিয়া ত্রিপুরা (৪), সজীব ত্রিপুরা (৩), চন্দ্রন বাবু ত্রিপুরা (৯), শিল্পী ত্রিপুরা (৯), চন্দ্রন রানী ত্রিপুরা (৩), কবিতা ত্রিপুরা (৫ মাস), আপন ত্রিপুরা (২), হৃদয় ত্রিপুরা (৫ মাস) ও রাধা মালা ত্রিপুরা (৫)।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম নুরুল করিম রাশেদ বলেন, গতকাল সকালে ত্রিপুরা পল্লীর ১১ শিশু অসুস্থ হলে জরুরি ভিত্তিতে তাদের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গত ১২ জুলাই বারআউলিয়া ত্রিপুরা পল্লীতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহে ৯ শিশুর মৃত্যু হয়। এরপর তাদের শারীরিক নমুনা পরীক্ষার পর তারা হাম জীবাণুতে আক্রান্ত হয় বলে শনাক্ত করা হয়। ওই ত্রিপুরা পল্লীতে হাম রোগে আক্রান্ত হয়ে চমেক হাসপাতাল ও ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে মোট ১২০ জন চিকিৎসা নিয়েছে বলে জানা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর