রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা
উপাচার্য প্যানেলে তিনজন

ঢাবি শিক্ষকদের সঙ্গে হাতাহাতি বাম নেতা-কর্মীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য নির্বাচনের জন্য তিন সদস্যের একটি প্যানেল মনোনয়ন করা হয়েছে। তারা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আজিজ। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশেষ সিনেট অধিবেশনে চ্যান্সেলর কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য সর্বসম্মতিক্রমে তিনজনের এ প্যানেল মনোনয়ন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অধিবেশনে ৪৭ সিনেট সদস্য সম্মতিক্রমে এ প্যানেল নির্বাচিত করেন।

শিক্ষকদের সঙ্গে হাতাহাতি : এদিকে সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি ছাড়া উপাচার্য প্যানেল নির্বাচনের প্রতিবাদে পূর্বঘোষিত প্রতিবাদ মিছিল করে বিভিন্ন বাম ছাত্র সংগঠনের ২০-২৫ জন নেতা-কর্মী। মিছিলটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে মল চত্বর ঘুরে সিনেট ভবনে প্রবেশের গেটের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা ‘ডাকসু ছাড়া ভিসি নির্বাচন মানি না মানব না’, ‘সিনেটে ছাত্র প্রতিনিধি চাই’, ‘অবৈধ ভিসি প্যানেল মানি না’, ‘রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন চাই’সহ বিভিন্ন দাবিসংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন। এ সময় সিনেট সভার নিরাপত্তার স্বার্থে গেট বন্ধ করে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ঢাবির প্রক্টরিয়াল টিমসহ শিক্ষকদের একটি অংশ। তারা গেটের ভিতরে অবস্থান করছিলেন। এদিকে গেট বন্ধ থাকায় আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন এবং গেট ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে তারা গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন। আন্দোলনকারীরা সিনেট সভাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে শিক্ষকরা বাধা দেন। এ সময় উভয় পক্ষ ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এক আন্দোলনকারীকে ধাক্কা দিয়ে ফেলে দেন কয়েকজন শিক্ষক। আবার আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতিতে দুই শিক্ষক আহত হন। আহতরা হলেন এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল হক ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মুহিত। তারা দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ এম আমজাদ বলেন, ‘ছাত্ররা যে শিক্ষকদের লাথি-ঘুষি মারছে তা আমরা বলতে চাই না। তাদের আচরণ অসৌজন্যমূলক ছিল। আমরা তাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সুযোগ দিলেও তারা শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে।’ এদিকে শিক্ষকদের হামলায় ছয় আন্দোলনকারী আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারী ছাত্র ফেডারেশনের সভাপতি বেনজির আহমেদ। আহতরা হলেন ছাত্র ফেডারেশনের সদস্য সাদিক রেজা, নাসির আবদুল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য সালমান ফার্সি, সাদিকুল ইসলাম, মর্ম তমা ও সাংবাদিকতা বিভাগের আবু রায়হান। এদিকে উপাচার্য প্যানেল নির্বাচনের উদ্দেশ্যে ডাকা সিনেট অধিবেশন বর্জন করেছে বিশ্ববিদ্যালয় বিএনপি ও জামায়াত সমর্থিত শিক্ষকদের প্যানেল সাদা দল। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা সিনেট বর্জনের এ ঘোষণা দিয়েছিলেন।

সর্বশেষ খবর