সোমবার, ৩১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শহীদ মিনারে মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিনকে শেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নেমেছিল মানুষের ঢল। গতকাল বিকালে শ্রদ্ধা নিবেদনের শুরুতে মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের এই সাব-সেক্টর কমান্ডারকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে জিয়াউদ্দিনের কফিন আনা হয় শহীদ মিনারে।

শ্রদ্ধা নিবেদনের শুরুতে ঢাকা জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল জাতীয় পতাকায় ঢাকা এই মুক্তিযোদ্ধার কফিনের সামনে গার্ড অব অনার দেয়। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মেজর জিয়াউদ্দিনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, সেক্টর কমান্ডার্স ফোরাম, জাসদ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। গত শুক্রবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জিয়াউদ্দিনের। শনিবার রাতে তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। আজ সোমবার তার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুর নেওয়া হবে বলে জানিয়েছেন তার ছোটভাই কামাল উদ্দিন। সেখানে দুপুর ২টায় পিরোজপুর জিলা স্কুল মাঠে জানাজা শেষে পাড়েরহাট এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর