বুধবার, ২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

হিসাব জমার সময় চেয়ে আবেদন পাঁচ রাজনৈতিক দলের

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলের ২০১৬ সালের আয়-ব্যয়ের প্রতিবেদন জমা দেওয়ার সময় শেষ হয়েছে ৩১ জুলাই। শেষ দিনে আওয়ামী লীগ-বিএনপিসহ ১৫টি রাজনৈতিক দল আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন জমা দেয়। সব মিলে এবারে ৩৫টি রাজনৈতিক দল সময় মতো ইসিতে হিসাব জমা দিয়েছে বলে জানিয়েছে ইসি। আর হিসাব জমা দেওয়ার জন্য সময় চেয়ে আবেদন করেছে ৫টি দল। এদিকে হিসাব জমা দেওয়ার জন্য এবার সময় বৃদ্ধি করা হবে কি না তা নিয়ে আগামী সপ্তাহে ইসি সচিবালয় নির্বাচন কমিশনের কাছে ফাইল উপস্থাপন করবে। ইসির অনুমোদন পেলে এবারও সময় বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইসির সচিবালয় জানিয়েছে, ৪০টি নিবন্ধিত দলের মধ্যে ৩১ জুলাইয়ের মধ্যে আওয়ামী লীগ-বিএনপিসহ মোট ৩৫ রাজনৈতিক দল তাদের হিসাব জমা দিয়েছে। আর সময় চেয়ে আবেদন করেছে ৫টি রাজনৈতিক দল। এরমধ্যে রয়েছে—বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও ইসলামী ঐক্যজোট। 

সর্বশেষ খবর