বুধবার, ২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মেজর জিয়া

পিরোজপুর প্রতিনিধি

রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল দুপুরে মেজর জিয়াউদ্দিন আহমেদকে (অব.) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। যশোর সেনানিবাসের ৫৫ ডিভিশনের ২১ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মঈনুল রহমান সেনা বাহিনীর পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদকে (অব.) মরণোত্তর সালাম জানান। পরে সেনা বাহিনীর পক্ষে তিনি মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন এবং সেনা বাহিনীর নিয়ম অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকা তার পরিবারের কাছে হস্তান্তর করেন। এর আগে সকালে তার প্রতিষ্ঠিত আফতাবউদ্দিন কলেজে ও পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সোমবার বিকালে মেজর জিয়াউদ্দিন আহমেদের (অব.) মরদেহ পিরোজপুরে আনার পরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখের উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। উল্লেখ্য, শুক্রবার দুপুরে সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। ১২ জুলাই অসুস্থ অবস্থায় তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। এর আগে তিনি দুই সপ্তাহ ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, দুই ভাই ও এক বোন রেখে গেছেন।

সর্বশেষ খবর