বুধবার, ২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মন্ত্রিপরিষদ বিভাগে সেই ইউএনও তারিক

নিজস্ব প্রতিবেদক

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করেছে সরকার। সোমবার তার বদলি আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বরিশালের আগৈলঝাড়ায় ইউএনওর দায়িত্ব পালনকালে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে স্বাধীনতা দিবসের দাওয়াতপত্র ছাপানোর কথিত অভিযোগে বরিশালের এক আওয়ামী লীগ নেতার মামলায় ১৯ জুলাই বরিশালের আদালতে তিনি নাজেহাল হয়েছিলেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ওবায়েদ উল্লাহ সাজু (১৯ জুলাইয়ের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়) ৭ জুন ইউএনওর বিরুদ্ধে কথিত ওই মামলা করেন। ওই মামলায় ১৯ জুলাই মুখ্য মহানগর হাকিম তারিক সালমনকে কারাগারে পাঠান। দুই ঘণ্টা হাজতবাসের পর তিনি জামিন পান।

প্রসঙ্গত, আগৈলঝাড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত দুই শিশুর আঁকা দুটি ছবি ব্যবহার করে স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রটি তৈরি করিয়েছিলেন তারিক সালমন।

সর্বশেষ খবর