বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রকাশিত সংবাদ নিয়ে জনতা ব্যাংকের ব্যাখ্যা

‘পার পেয়ে যায় দুর্নীতিগ্রস্ত ব্যাংকাররা’ শিরোনামে গতকাল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জনতা ব্যাংকের ডিএমডি মো. আব্দুছ ছালাম আজাদ। প্রতিবাদপত্রে তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিনের পেছনের পাতায় গতকাল প্রকাশিত ‘পার পেয়ে যায় দুর্নীতিগ্রস্ত ব্যাংকাররা, বন্ধ হচ্ছে না ঋণ জালিয়াতি, নেই শাস্তি নেই তদারকি’ শীর্ষক প্রতিবেদনের কিছু অংশে আমার নাম জড়ানো হয়েছে। প্রতিবেদনে হলমার্ক এবং বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতিতে আমাকে সম্পৃক্ত করা হয়েছে। এতে আমার ব্যক্তিগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। প্রকৃতপক্ষে এ বিষয়ে দুদক কর্তৃক একাধিকবার তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত শেষে আমার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি/অনিয়ম না পেয়ে আমাকে ওই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সর্বশেষ খবর