বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

৫৭ ধারার মামলায় পুলিশ সদর দফতরের অনুমোদন লাগবে

বিশেষ প্রতিনিধি

তথ্য-প্রযুক্তি আইনের (আইসিটি অ্যাক্ট) ৫৭ ধারায় মামলা করার আগে পুলিশ সদর দফতরের আইন শাখার পরামর্শ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে গতকাল পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এ নির্দেশনা দেন আইজিপি।

পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান সাংবাদিকদের জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে দেশে ৫৭ ধারায় মামলা দায়ের নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই সময় আইজিপি এ কে এম শহীদুল হক কর্মকর্তাদের নির্দেশনা দেন যে, ৫৭ ধারায় মামলা দায়ের করতে হলে পুলিশ সদর দফতরের আইন শাখার পরামর্শ নিতে হবে। সারা দেশে এ নির্দেশনা পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ৫৭ ধারায় মামলা দায়ের নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা অভিযোগ করেছেন একটি মহল এই ধারাটির চরম অপব্যবহার করছেন। ইতিমধ্যে বহু সাংবাদিকের নামে এই ধারায় মামলা দিয়ে তাদের হয়রানি করা হয়েছে।

 

সর্বশেষ খবর