শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

অনিশ্চয়তার মেঘ কাটল, আসছে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে শঙ্কার কালো মেঘ কেটে গেল। চূড়ান্তভাবে মিটে গেল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সমস্যা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন বাংলাদেশে আসতে আর বাধা নেই অস্ট্রেলিয়ার। নির্ধারিত সময়েই বাংলাদেশে আসছেন স্মিথরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান অ্যারিস্টার নিকলসন গতকাল বিকালে মেলবোর্নে যৌথ প্রেস কনফারেন্স করে যুদ্ধের পরিসমাপ্তি ঘটান! ১০ মাস দীর্ঘ আলোচনার পর মুক্তি পেল অস্ট্রেলিয়ার ক্রিকেট। ১০ মাস আগে হঠাৎ করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারে একটি নতুন মডেল ঘোষণা করেন। যে মডেলে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়া চুক্তিবদ্ধ অন্য ক্রিকেটাররা ক্রিকেট অস্ট্রেলিয়ার আয়ের লভ্যাংশ পাবেন না। কিন্তু এই সিদ্ধান্ত মানতে পারেনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। বোর্ডের মনগড়া সিদ্ধান্তের বিরুদ্ধে তারা ১০ মাস থেকে সংগ্রাম করে আসছিল। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ গত ১ জুলাই শেষ হওয়ার পরও তারা নতুন চুক্তিতে স্বাক্ষর করেনি। যে কারণে ক্রিকেটাররা চাকরি হারা হয়েছিলেন। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া ‘এ’ দল তাদের দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করে। অনিশ্চিত হয়ে পড়েছিল চলতি বছর বাংলাদেশ সফর। তারপর ভারত সফর, এমনকি ঘরের মাঠে অ্যাশেজ সিরিজও অনিশ্চিত হয়ে পড়েছিল। এখন সব সমস্যার সমাধান হয়ে গেল। এই চুক্তিতে উভয় পক্ষই স্বস্তি প্রকাশ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর