শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
হজযাত্রা নিয়ে উদ্বেগ

মন্ত্রীর হুঁশিয়ারি এজেন্সিগুলোর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

ভিসাসংক্রান্ত জটিলতায় হজযাত্রা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার জন্য হজ এজেন্সিগুলোকে দায়ী করেছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। তিনি দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। গতকাল সচিবালয়ে হজযাত্রা নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী জানান, সময়মতো ভিসা-পাসপোর্ট ও বিমানের টিকিট না পাওয়াসহ নানাবিধ কারণে হজযাত্রা নিয়ে উদ্বেগে পড়েছেন হজযাত্রীরা। এজেন্সি  যদি বিলম্ব না করত তাহলে যাওয়ার ব্যাপারে এত কিছু হতো না। এজেন্সিগুলোর কাউকে ক্ষমা করা হবে না। এসব এজেন্সির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মতিউর রহমান বলেন, ‘লাইসেন্স বাতিল, জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে এক্সট্রিম অ্যাকশন নেব। কারও প্রতি ক্ষমা প্রদর্শন করব না।’ মতিউর রহমান বলেন, ‘হজযাত্রীদের ভিসা জটিলতা প্রতিবারই হয়, এর সমাধানও করা হয়। আশা রাখি, সবাইকে হজ করাব ইনশা আল্লাহ।’ প্রসঙ্গত, সৌদি সরকারের কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা। এর মধ্যে এ পর্যন্ত ৯৭ হাজার ১৪০ জন হজযাত্রীর জন্য সৌদি ই-হজ সিস্টেমে ভিসার আবেদন করা হলেও ভিসা পেয়েছেন ৫২ হাজার ৬০০ জন। যারা ভিসা পেয়েছেন তার মধ্যে ৩২ হাজার ৫০৪ জন সৌদি আরবে পৌঁছেছেন। বাকি ২০ হাজার ৯৬ জন এখনো যাওয়ার অপেক্ষায়। উল্লেখ্য, ভিসা জটিলতার সঙ্গে সৌদি আরবে মুয়াল্লিম ফি বৃদ্ধি এবং টানা দ্বিতীয়বারের হজযাত্রীদের ক্ষেত্রে ভিসা ফি বৃদ্ধির ফলে এবারের হজযাত্রায় জটিলতা প্রকট আকার ধারণ করেছে। যাত্রী না পাওয়ায় গতকাল পর্যন্ত ১৫টি হজ ফ্লাইট বাতিল হয়েছে, এসব ফ্লাইটে ৬ হাজার যাত্রী জেদ্দা যেতে পারতেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর