শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
চার দফা দাবি

ফের অবস্থান কর্মসূচিতে ব্র্যাকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

রবিবার থেকে টানা বিক্ষোভ-সমাবেশের পর গতকাল রেজিস্ট্রারের স্থায়ী অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

তাদের দাবির মধ্যে রয়েছে— শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত রেজিস্ট্রার শাহুল আফজাল, সহকারী রেজিস্ট্রার মাহি উদ্দিন ও সহশিক্ষা কার্যক্রমের সিনিয়র অফিসার জাভেদ রাসেলের স্থায়ী অপসারণ, নিরাপত্তা কর্মী কর্তৃক ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের তদন্ত ও তদন্ত চলাকালে ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত, শিক্ষার্থীদের হয়রানি করার ব্যাপারে উপাচার্যের ক্ষমা প্রার্থনা এবং বর্তমান রেজিস্ট্রারের অধীনে সব পরীক্ষা কার্যক্রম বন্ধ করে পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করা। এর আগে বৃহস্পতিবার ছয় শিক্ষার্থী অনশনে নামেন। আন্দোলনকারীরা গতকাল বলেন, শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী রেজিস্ট্রারকে তদন্ত চলাকালে কাজ থেকে অব্যাহতির আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় তারা গতকাল থেকে ফের অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং পরীক্ষা বর্জন করছেন। শিক্ষার্থীরা বলছেন, বিক্ষোভে অংশ নেওয়া অনেক ছাত্রছাত্রীর বাসায় কর্তৃপক্ষ টেলিফোন করে হুমকি দিয়েছেন যে, আন্দোলন বন্ধ না করলে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হবে। আমরা কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ডের ব্যাখ্যা জানতে চাই। রবিবার থেকে ক্লাসের পাশাপাশি পরীক্ষাও বর্জনের ডাক আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভের মুখে বুধ ও বৃহস্পতিবারের ক্লাস বন্ধ ঘোষণা করলেও পরীক্ষা চালানোর কথা ছিল। বেশিরভাগ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের আইন (স্কুল অব ল) বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে এক বছরের চুক্তিতে গত বছর নিয়োগ দেওয়া হয়। চুক্তি শেষ হওয়ার পর তিনি আইডি কার্ড আনতে গেলে রবিবার রেজিস্ট্রার ও দুই সহকারী রেজিস্ট্রারের হাতে লাঞ্ছিত হন। শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ফুঁসে ওঠে ছাত্রছাত্রীরা। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার থেকে কমিটি তদন্ত শুরু করেছে।

সর্বশেষ খবর