শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দুবাইয়ের টর্চ টাওয়ারে ফের ভয়াবহ আগুন

প্রতিদিন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৭৯তলা আবাসিক ভবন টর্চ টাওয়ারে আবারও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের মেরিনা এলাকায় গতকাল আকাশচুম্বি ওই ভবনে আগুন লাগার পর অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা ভোর ৪টার দিকে তা নিয়ন্ত্রণে আনে। দুবাই সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুন লাগার পরপরই ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। হতাহতের কোনো খবর তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবনগুলোর অন্যতম এই টর্চ টাওয়ারে কীভাবে আগুন লেগেছে, কর্তৃপক্ষ তা জানাতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, ভবনটির নিচ থেকে উপর পর্যন্ত জ্বলছে। উপর থেকে খসে পড়ছে জ্বলন্ত অংশ। বিবিসি জানিয়েছে, ২০১১ সালে চালু হওয়া এ ভবনে ৬৭৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে। দুই বেডরুমের একেকটি ফ্ল্যাটের দাম পাঁচ লাখ ডলারের বেশি। এর আগে ২০১৫ সালে আগুন লেগে টর্চ টাওয়ারের ৫১তলা থেকে উপরের ২০টি তলা ক্ষতিগ্রস্ত হয়। বিবিসি।

সর্বশেষ খবর