শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলীর ওয়াসা রোডে একটি মাদকের আস্তানায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইমরান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ইমরান ডাকাত বিল্লাল ওরফে মিসরি বিল্লালের ভাই। ইমরানের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৭.৬৫ বোরের একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬৯ হাজার ৮৬৭ টাকা, একটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। গত রাত ১০টার দিকে রসুলপুর ঢাকা ওয়াসা রোডে এ ঘটনা ঘটে। এ সময় মাদক ব্যবসায়ীদের গুলিতে র‌্যাব-১০-এর তিন সদস্য আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে র‌্যাব। আহত র‌্যাব সদস্যদের ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। র‌্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে উদ্দেশ করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে ইমরান গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকেন। গোলাগুলির সময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। অভিযানে থাকা র‌্যাবের তিন সদস্য আহত হন। র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, গুলিতে মাদক ব্যবসায়ী ইমরান ঘটনাস্থলেই মারা গেছেন। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ফারুকী এলাকাবাসীর বরাত দিয়ে জানান, নিহত ইমরান ওই এলাকার কুখ্যাত ডাকাত সরদার বিল্লাল ওরফে মিসরি বিল্লালের ভাই। ইমরানের বিরুদ্ধে ১৪টি আর বিল্লালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে।

সর্বশেষ খবর