রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চোখের আলো ফিরে পেতে অপেক্ষা বাড়ল সিদ্দিকুরের

নিজস্ব প্রতিবেদক

পুলিশের টিয়ার শেলের আঘাতে দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান বাঁ চোখে দেখতে পারবেন কি না বা কতটুকু দেখতে পারবেন, তা নিশ্চিত হতে আরও চার থেকে ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে। ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে শুক্রবার অস্ত্রোপচার শেষে গতকাল তার চোখের ব্যান্ডেজ খোলা হয়। এরপর চিকিৎসকদের বরাতে সিদ্দিকুরের বন্ধু শেখ ফরিদ এ তথ্য জানান।

শেখ ফরিদ গণমাধ্যমকে জানান, দেশে অস্ত্রোপচারের পর সিদ্দিকুর বাঁ চোখের একপাশ দিয়ে আলোর উপস্থিতি টের পাচ্ছেন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু চেন্নাই যাওয়ার পর সেই আলো আর দেখছিলেন না। শুক্রবার অস্ত্রোপচারের পর এখন আবার পাশ দিয়ে কিছু আলো দেখছেন সিদ্দিকুর। তবে তিনি কতটুকু দেখবেন বা দেখবেন কি না, তা জানতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় অপেক্ষা করতে হবে। এর আগে চেন্নাইয়ের চিকিৎসকরা জানান, বাঁ চোখে অস্ত্রোপচার করলে এক শতাংশ দেখার সম্ভাবনা রয়েছে। সিদ্দিকুর চাইলে মানবিক দৃষ্টিতে তার বাঁ চোখের অস্ত্রোপচার করা হবে। এরপর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্দিকুর বাঁ চোখে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। ২৭ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে সিদ্দিকুরকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয়। ২০ জুলাই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙ্লা কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে অবস্থান নেন। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়। ওই দিন চোখে গুরুতর আঘাত পান তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর। ইতিমধ্যে তার ডান চোখ পুরোপুরি অকেজো হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সর্বশেষ খবর