মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সৌদির নতুন সিদ্ধান্তে হজযাত্রীদের গচ্চা ২৫ কোটি টাকা

সমাধানের পথে ফ্লাইট সংকট ও ভিসা জটিলতা

মোস্তফা কাজল

সৌদি সরকারের নতুন সিদ্ধান্তে এবার পুনঃহজে মাথাপিছু অতিরিক্ত ২ হাজার রিয়াল ফি আদায়ের জন্য বাংলাদেশি হজযাত্রীদের গচ্চা দিতে হচ্ছে প্রায় ২৫ কোটি টাকা। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাচ্ছেন। এর মধ্যে ২০১৫ ও ২০১৬ সালে হজ করেছেন এমন হজযাত্রীর সংখ্যা ৫ হাজার ৬০০ জন। তাদেরকে হজের ভিসা পেতে অতিরিক্ত ২ হাজার রিয়াল বা ৪৫ হাজার টাকা পরিশোধ করতে হবে। মোট ৫ হাজার ৬০০ জনের জন্য পরিশোধ করতে হবে কমবেশি ২৫ কোটি টাকা। এ টাকা পরিশোধ কে কীভাবে করবে তা নিয়ে হজ শেষে দেখা দিতে পারে নতুন কোনো প্রতিবন্ধকতা। এদিকে ভিসা জটিলতায় ফ্লাইট বাতিল হওয়া হজযাত্রীদের সৌদি আরব যাওয়া নিয়ে সংকট কেটেছে। গতকাল বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের পরিবহন শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত রাতে বিমানের দুটি ফ্লাইট ৮৩৮ হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। সিলেট থেকেও গতকাল বিকালে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে যাত্রা করে। এ বছর সিলেট থেকে আরও তিনটি হজ ফ্লাইট জেদ্দা যাবে। আজও বাতিল হওয়া দুটি হজ ফ্লাইট ঢাকা ছাড়ার কথা। হজ এজেন্সিস অব বাংলাদেশ—হাব মহাসচিব মো. শাহাদাত হোসেন তসলিম বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, হজ ফ্লাইট সংকট ও ই-ভিসা জটিলতা কমতে শুরু করেছে। তাদের সংগঠনের অনুরোধে ধর্ম মন্ত্রণালয় এক আদেশে রিপ্লেসমেন্ট ৭ ভাগ থেকে বাড়িয়ে ১০ ভাগ করা করেছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত সাড়ে ৫ হাজার হজযাত্রী ই-ভিসা সংগ্রহ করেছেন। ২০০০ রিয়ালের বিষয়ে জানতে চাইলে ধর্ম সচিব মো. আবদুল জলিল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অতিরিক্ত ২ হাজার রিয়াল পরিশোধের বিষয়টি মোটেই জানা ছিল না। সৌদি আরব কর্তৃপক্ষের আকস্মিক সিদ্ধান্তে এ অর্থ দাবি করা হয়। ২৭ জুলাইয়ের আগে সরকারি ও বেসরকারি হজ ভিসার জন্য অনলাইনে যারা আবেদন করেন তাদের অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয়নি। কিন্তু ২৭ জুলাইয়ের পর অনলাইনে ভিসা ফরম পূরণ করতে গেলে ২ হাজার রিয়াল পরিশোধ না করলে ভিসার আবেদন গ্রহণ করা হবে না বলে সৌদি কর্তৃপক্ষ জানান। বিষয়টি অবহিত হওয়ার পর থেকেই মক্কা হজ কন্স্যুলারসহ বাংলাদেশ হজ মিশন সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বাড়তি টাকা মওকুফ কিংবা সিদ্ধান্ত স্থগিত করতে অনুরোধ জানায়। পরে তারা জানিয়ে দেন রাজকীয় এ সিদ্ধান্ত বদল হবে না। এরপর ধর্ম মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তি জারি করে, ২০১৫ ও ২০১৬ সালে হজ পালনকারীদের কাছ থেকে সংশ্লিষ্ট হজ এজেন্সি ২ হাজার করে রিয়াল আদায় করতে পারবে। যদি কোনো যাত্রী যেতে ইচ্ছুক না হয় তবে তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার এজেন্সির থাকবে বলে জানানো হয়।

বাতিল দুই হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে : বাংলাদেশ বিমানের হজ ও শিডিউল ফ্লাইটের চারটি যথাসময় জেদ্দার উদ্দেশে গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দুপুর ১২টা ৫৫ মিনিটে প্রথম শিডিউল ফ্লাইট ৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায়। এরপর বিকাল ৫টায়, সন্ধ্যা ৭ ও ৮টায় পরপর আরও তিনটি হজ ফ্লাইট প্রতিটিতে ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায়। গতকাল সরেজমিন হজ ক্যাম্প ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের যে কোনো দিনের তুলনায় গতকাল হজযাত্রীদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায়। হজযাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পে অবস্থান করা বেশির ভাগ হজযাত্রী সকালে ক্যাম্পে এলে বিকালের মধ্যেই ফ্লাইট পাচ্ছেন। আর রি-শিডিউলিং করা ফ্লাইটগুলোর হজযাত্রীদের আগেভাগে জানিয়ে দেওয়ায় তাদের হজক্যাম্পে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে না। রংপুর থেকে ২০ জনের একটি দল নিয়ে হজযাত্রী আমির হোসেন হজ ক্যাম্পে এসেছেন গতকাল ভোরে। কোনো কষ্ট হচ্ছে কিনা? এমন প্রশ্নে আমির হোসেন বলেন, আল্লাহ তাঁর মেহমানদের রক্ষা করবেন। দুঃখ-কষ্ট সব কিছুকে সহনীয় করবেন।

সর্বশেষ খবর