মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে গতকাল গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করলে মিরপুর ১০ নম্বর থেকে ১ নম্বর পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথ হিসেবে অলিগলিতে যানবাহন ঢুকে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের রাস্তা থেকে সরাতে গিয়ে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। শ্রমিকরাও ইটপাটকেল ছুড়ে মারে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সনি সিনেমা হলের সামনের একটি বহুতল ভবনে মেরিডিয়ান ফ্যাশন নামের গার্মেন্টস। সকালে ওই গার্মেন্ট শ্রমিকরা পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের বকেয়া বেতন-ভাতা নিতে গিয়ে কারখানাটি তালাবদ্ধ দেখেন। একে একে শ্রমিকরা সেখানে জড়ো হন। এক পর্যায়ে পাঁচ শতাধিক শ্রমিক সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। আন্দোলনকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকলে পুলিশ তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষ শুরু হওয়ার পরই শ্রমিকদের মধ্যে অনেকেই বিভিন্ন গলি থেকে পুলিশের ওপর হামলা করতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোরিয়ান, ট্যানুয়েল, সি ওয়ান বিডি, কোর্ডিয়ান ও পদ্মাসহ আশপাশের কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। এ ঘটনার পর থেকে মিরপুর এলাকায় যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি দোকানপাটও বন্ধ করে দেয় মালিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় শাহআলী থানার পরিদর্শক (অপারেশন) মেহেদি হাসানসহ অন্তত ১০ জন আহত হন। মেরিডিয়ান ফ্যাশনসের শ্রমিকদের অভিযোগ, বেতন-ভাতা না দিয়ে আকস্মিকভাবে কারখানা বন্ধ করে দেওয়া এবং কয়েকজন কর্মীকে ছাঁটাই করার কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হন। গতকাল তাদের বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিয়ে আসতে বলে কর্তৃপক্ষ। অথচ সকালে এসে ফ্যাক্টরি তালাবদ্ধ দেখেন। মূলত ঈদকে সামনে রেখে বিনা নোটিসে আগেই গার্মেন্টস বন্ধ করা হয়েছে। তারা অভিযোগ করেন, প্রায় ছয় মাস ধরে বেতন হচ্ছে মাসের ১৫-২০ তারিখের পর। রোজার ঈদে ১৫ দিনের বকেয়া বেতন দেয়নি মালিকপক্ষ। ঈদের পরেও বেতন দিতে দেরি করেছে তারা। বকেয়া বেতন-ভাতা ও প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন দেওয়ার দাবিতে আন্দোলনের পর তাদের ২২ জন কর্মীকে ছাঁটাই করা হয়। জানা যায়, বিকালে রাজধানীর বিজিএমইএ ভবনে এক বৈঠকে শ্রমিকদের দাবি মেনে নিয়ে সাত কর্মদিবসের মধ্যে তাদের বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত হয়। শাহআলী থানার এসআই খোকন চন্দ্র দাবি করেন, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরাতে গেলে শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়। এ ছাড়াও সনি সিনেমা হল, চিড়িয়াখানা রোডসহ আশপাশের এলাকায় যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে শ্রমিকরা। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আন্দোলনকারীরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে।

সর্বশেষ খবর