মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
তদন্ত প্রতিবেদন

পুলিশের অপেশাদার আচরণে সিদ্দিকুরের চোখ নষ্ট হয়

নিজস্ব প্রতিবেদক

সিদ্দিকুরের চোখ নষ্ট হওয়ার ঘটনায় পুলিশের অসতর্কতা ও অপেশাদার আচরণের বিষয়ে তথ্য পেয়েছেন গঠিত তদন্ত কমিটির সদস্যরা। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে অনুসন্ধান প্রতিবেদন জমা শেষে তদন্ত কমিটির প্রধান যুগ্ম কমিশনার (অভিযান) মীর রেজাউল আলম এ তথ্য জানান। পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবিতে গত ২০ জুলাই রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশ লাঠিপেটা করে ও টিয়ার শেল ছোড়ে। পুলিশের ছোড়া টিয়ার শেলেই তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের দুই চোখ জখম হয় বলে অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ পরিপ্রেক্ষিতে সিদ্দিকুরের চোখের জখম পুলিশের টিয়ার শেলের কারণে কিনা বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। আহত হওয়ার পর সিদ্দিকুরের চোখে প্রথম অস্ত্রোপচার হয় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা ওই সময় জানিয়েছিলেন—তার দুই চোখে আর আলো ফিরবে না। পরে অবশ্য তাকে ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে নিয়ে যাওয়া হয়। গত ২ আগস্ট সেখানে সিদ্দিকুরের চোখের অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়। শুক্রবার শংকর নেত্রালয়ের চিকিৎসক লিঙ্গম গোপালের তত্ত্বাবধানে সিদ্দিকুরের দুই চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সর্বশেষ খবর