মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কাভার্ড ভ্যান-লেগুনা সংঘর্ষে কলেজছাত্রীসহ নিহত ৫

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের মাস্টারবাড়ী এলাকায় ট্রাক-লেগুনার সংঘর্ষে তিন কলেজছাত্রীসহ পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। হতাহতদের সবাই লেগুনার যাত্রী। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে খাদিজা আক্তার, ভাওরাইদ (মাস্টারবাড়ী) এলাকার ফরহাদ হোসেনের মেয়ে ফারজানা আক্তার শিখা ও একই গ্রামের মো. শাহ জামালের মেয়ে সাদিয়া আফরিন রিমি। তিনজনই গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার ইকবাল সিদ্দিকী কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তারা কলেজ শেষে বাড়ি ফিরছিলেন। অপর দুজনের মধ্যে একজন লেগুনা চালক ও অজ্ঞাত এক পুরুষ যাত্রী।

হাইওয়ে পুলিশ জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকা থেকে একটি যাত্রীবাহী লেগুনা ১০-১২ জন যাত্রী নিয়ে চান্দনা চৌরাস্তার দিকে আসছিল। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে পার্ক করা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা লাগলে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিন কলেজছাত্রীসহ ৪ জন নিহত এবং অপর ৮ জন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। কলেজের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী জানান, কলেজ ছুটির পর চার ছাত্রী অন্য যাত্রীদের সঙ্গে লেগুনায় চড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত সিরাজুম মনিরা কনাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন— রাজেন্দ্রপুর এলাকার শরিফ (২২), খাইলকুর এলাকার রেজাউল, সালনা এলাকার গিয়াস উদ্দিন, জয়দেবপুরের ছায়াতরু এলাকার শহীদুল (২৪), জয়দেবপুর এলাকার মামুন ও অজ্ঞাতনামা একজন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা।

সর্বশেষ খবর