মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

হিলি সীমান্তে রাখি বন্ধন, দুই বাংলার মিলনমেলা

দিনাজপুর প্রতিনিধি

হিলি সীমান্তে রাখি বন্ধন, দুই বাংলার মিলনমেলা

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাঁটা। দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ পূর্ণ সম্পর্ক বজায় রাখতে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় অনুষ্ঠিত হলো বিজিবি ও বিএসএফের মধ্যে রাখিবন্ধন উত্সব।

গতকাল বেলা ১১টায় হিলি সীমান্তের শূন্যরেখায় এ উত্সবে যোগ দেন বিএসএফ ও বিজিবির নারী ও পুরুষ সদস্যরা। সীমান্তে দুইবাহিনীর মধ্যে রাখিবন্ধন উত্সবটি মিলন মেলায় পরিণত হয়। বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি খাইয়ে ও রাখি পরিয়ে দিয়ে রাখিবন্ধন উত্সব পালন করেন। বিএসএফের নারী সদস্যরা বিজিবির পুরুষ সদস্যদের হাতে রাখি পরিয়ে দেন ও  মিষ্টি মুখ করান। অপরদিকে বিজিবির নারী সদস্যরাও বিএসএফের পুরুষ সদস্যদের হাতে রাখি পরিয়ে দেন ও মিষ্টি মুখ করান। এ সময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টিও উপহার দেওয়া হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুব উল আলম জানান, সীমান্তে দুবাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে স্ব স্ব অবস্থানে থেকে যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এজন্য দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উত্সবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে।

সর্বশেষ খবর