বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রেল ভবনে বড় বড় গাছ

হচ্ছে না সংস্কার, বৃষ্টিতে নষ্ট হচ্ছে ফাইলপত্র

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

রেল ভবনে বড় বড় গাছ

সংস্কারের অভাবে রেল ভবনজুড়ে জন্মেছে বড় বড় গাছ —বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভবনের বিভিন্ন দেয়ালে গজে উঠেছে বৃক্ষলতা ও ছোট ছোট গাছ। ছাদ বেয়ে অনেক লতা ঢুকেছে ভবনের ভিতরে। এ ছাড়া চট্টগ্রাম রেল স্টেশনের দক্ষিণ পাশের একাধিক ভবনের দেয়ালে ও ছাদের ওপরই উঠেছে নানা প্রজাতির আগাছা। দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ায় এসব আগাছার ধারা অব্যাহত থাকে। গতকাল রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন ভবনে সরেজমিন ঘুরে এ চিত্র দেখা যায়। রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে প্রাকৃতিক নিয়মেই রেল ভবনে গাছগুলো উঠেছে বলে অভিযোগ রয়েছে। এতে ঝুঁকির মধ্যে রয়েছে ভবনগুলো। একই সঙ্গে বৃষ্টির পানিতে গুরুত্বপূর্ণ ফাইলপত্র নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। জানা যায়, সিআরবি ভবনের সামনের অংশগুলো দৃশ্যমান সংস্কার করলেও পেছনের অংশ বছরের পর বছর সংস্কারবিহীন রয়ে গেছে। তবে সিআরবিতে রেলমন্ত্রী, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রেল সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগমন উপলক্ষে সামনের অংশে তড়িঘড়ি রং ও সংস্কারকাজ হয়। কিন্তু আড়ালেই থেকে যায় ভবনের ভিতর ও পেছনের বিশাল অংশ। যে অংশগুলো দ্রুত সংস্কার না হলে ভবনটি অচিরেই হুমকিতে চলে যাবে। তা ছাড়া এ ভবনের কিছু কিছু অংশ ইতিমধ্যে ঝুঁকির মধ্যে রয়েছে। সরেজমিন জানা যায়, রেলের সিআরবি ভবনের পুব পাশে প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (সিএমই), প্রধান হিসাবরক্ষণ অফিস (এফঅ্যান্ডসিও), নিরাপত্তাবাহিনী প্রধানের অফিস ভবন রয়েছে। সামনের অংশে চলাচল থাকায় নিয়মিত পরিষ্কার থাকলেও পেছন ও ভিতরের অংশগুলো দীর্ঘদিন ধরেই সংস্কারবিহীন। ফলে বট গাছসহ নানা ধরনের লতা-পাতা দীর্ঘ হয়ে গেছে। এসব কারণে বৃষ্টিতে দেয়াল ঘেঁষে পানি পড়তে থাকলে ধীরে ধীরে দেয়াল নষ্ট হয়ে দ্রুত ঝুকিঁর মধ্যে পড়ে যায় ভবনগুলো।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর