বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

হাসপাতালের ছাদে ফাটল, ধস ঠেকাতে বাঁশের খুঁটি

নিজস্ব প্রতিবেদক, যশোর

হাসপাতালের ছাদে ফাটল, ধস ঠেকাতে বাঁশের খুঁটি

যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কায় বাঁশ দিয়ে রাখা হয়েছে ছাদে —বাংলাদেশ প্রতিদিন

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরাতন দোতলা ভবনটিতে ছাদের ধস ঠেকাতে দেওয়া হয়েছে বাঁশের খুঁটি। এ ভবনটির নিচতলায় সার্জারি ও অর্থো এবং দ্বিতীয় তলায় মেডিসিন ওয়ার্ড। নিচতলা ও দ্বিতীয় তলায় রয়েছে মোট ১০০ বেড। রোগী ও তাদের স্বজনসহ এ ভবনে দেড় শতাধিক মানুষ অবস্থান করে। বাঁশ লাগানোর ঘটনায় তাদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম কামরুল ইসলাম বেনু বলেন, গত রোজার ঈদের আগে এই ভবনের নিচতলার ছাদে ফাটল দেখা যায়। বিষয়টি গণপূর্ত বিভাগকে অবহিত করলে তারা ছাদের ধস ঠেকাতে ৫ আগস্ট ১০টি বাঁশের খুঁটি লাগিয়ে দিয়েছে। হাসপাতালের রোগী ও স্বজনরা বলেছেন, এ ভবনের ছাদের বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। পলস্তারা খসে পড়ছে। যশোর রোগী কল্যাণ সমিতির সদস্য শফিকুল ইসলাম পারভেজ বলেন, ‘১৯৫৬ সালে এ ভবনটি প্রতিষ্ঠিত হয়। দেশ স্বাধীনের পর কখনো এ ভবন সংস্কার করতে দেখিনি।’ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়াহেদুজ্জামান লিটু বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বড় ধরনের ক্ষতি যাতে না হয় সেজন্য আপাতত বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে।’ যশোর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ‘ভবনটির কিছু বিমের অবস্থা খারাপ। বিশেষ করে বারান্দার দিকে সমস্যা আছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রোগী সরানোরও প্রয়োজন নেই। কেবল বারান্দায় কেউ যাতে অবস্থান না করে সে ব্যাপারে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কারের জন্য এস্টিমেট ও বাজেট পাঠানো হয়েছে। বাজেট অনুমোদন হওয়ার পরপরই ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর