বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নতুন ভোটার লক্ষ্য ৩৫ লাখ

হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ আজ

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হচ্ছে আজ। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা বেশি হচ্ছে তাদের তথ্য নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৫ জুলাই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। ইসি সচিবালয় জানিয়েছে, ৭ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ১৪ লাখ ভোটারের তথ্য পেয়েছেন মাঠকর্মীরা। হালনাগাদে ৩৫ লাখ নতুন ভোটার যুক্তের লক্ষ্য ইসির।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ময়মনসিংহে ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। নানা প্রক্রিয়ার পর ২০১৮ সালের ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটার হালনাগাদে এবার সাতটি বিশেষ কমিটি গঠন করেছে ইসি। রোহিঙ্গা ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আবার নারী ভোটার বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি। ইসি জানিয়েছে, তথ্য সংগ্রহ শেষে ২০ আগস্ট নিবন্ধন কেন্দ্রে কম্পিউটার ডাটা এন্ট্রি তিন ধাপে শুরু হবে। শেষ হবে ৫ নভেম্বর। ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উপজেলা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারের নাম কর্তন করা যাবে। ২ জানুয়ারি হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ করা হবে। দাবি আপত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারি। দাবি আপত্তি ও সংশোধন নিষ্পত্তির শেষ দিন ২২ জানুয়ারি। দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিল দরখাস্তের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ দিন ২৭ জানুয়ারি। বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে আজ শেষ দিন ভোটারদের ব্যাপক সাড়া পাওয়ার আশা করছে ইসি। দেশে ১০ কোটি ১৮ লাখের বেশি ভোটারের মধ্যে পুরুষ বেশি। অনুপাত ৫১ : ৪৯। হালনাগাদের পর ব্যবধান কমে আসবে বলে ধারণা করছে ইসি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর