বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
অরফানেজ ট্রাস্ট মামলা

আদালত পরিবর্তনে খালেদার আবেদনের শুনানি মুলতবি

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালত পরিবর্তন চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপরে হাই কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিচারপতি মো. শওকত হোসেন এবং বিচারপতি  মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট  বেঞ্চ শুনানি গ্রহণ করে। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয়েছে। রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামানের আদালতে মামলাটির  বিচারিক কার্যক্রম চলছে। জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক। ওই মামলায় এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক  থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

সর্বশেষ খবর