বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

টাঙ্গাইলে কলেজ ছাত্রকে হত্যায় ১২ জনের ফাঁসির রায়

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরের চাঞ্চল্যকর রাজন (২৪) হত্যা মামলার রায়ে ১২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের বিশেষ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান সিকদার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামের ছাইফুল, মোমিন, নিজাম, আবু বকর, হানু, বাবু, সিরাজ, ওহাব, আবদুল মজিদ, মজনু, নুরুল ইসলাম ও মজিদ। এদের মধ্যে শেষ চারজন পলাতক। মামলার সংক্ষিপ্ত  বিবরণে প্রকাশ, ২০১৪ সালের ১৩ এপ্রিল সকাল ৭টার দিকে আসামিরা ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামের লাল মিয়ার বাড়িতে ঘরের বেড়া ভেঙে বাড়িতে প্রবেশ করে। এরপর লাল মিয়ার ছেলে কলেজছাত্র রাজনকে ধারাল অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে ওই দিন বিকালে তার মৃত্যু ঘটে। নিহত রাজনের বাবা লাল মিয়া বাদী হয়ে পরদিন ১৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এবং ছয়জনকে অব্যাহতি দেয়।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন টাঙ্গাইলের বিশেষ পিপি অ্যাডভোকেট মুলতান উদ্দিন। আসামিপক্ষে ছিলেন শামীমুল আখতার। বাদীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাজিম উদ্দিন।

সর্বশেষ খবর