বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

জিন আতঙ্কে ৭ দিনের জন্য স্কুল বন্ধ!

ভোলা প্রতিনিধি

ভোলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে জিন আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় লালমোহন উপজেলার পূর্ব কচুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে এ বিদ্যালয়ের এক শিক্ষিকাসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালেও চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রতিদিন দুপুর ১২টার পর কথিত জিনের আতঙ্কে কেবলমাত্র ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছিল। সর্বশেষ গতকাল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে গঠিত মেডিকেল টিমের উপস্থিতিতে এক শিক্ষিকাসহ ১৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাত্ক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুল আরিফ আগামী ৭ দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেন। মেডিকেল টিমের প্রধান ডাক্তার সন্তোষ কুমার সরকার জানান ওই বিদ্যালয়ের ছাত্রীরা ম্যাস সাইকোজেনিক ইলনেস নামক এক ধরনের মানসিক রোগে আক্রান্ত। গত ২ বছর আগে আফ্রিকার একটি স্কুলে এ ধরনের রোগ দেখা দিয়েছিল। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্কুলের প্রধান শিক্ষক ওয়াজেদ সিকদারসহ অভিভাবক ও স্থানীয়রা জানান, গত এক সপ্তাহে অন্তত ৫০ জন অসুস্থ হয়ে পড়েছে। দুপুর ১২টা বাজলেই কেবল মেয়েরা প্রচণ্ড মাথা ব্যথাসহ অসুস্থ হয়ে পড়ে, অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা বলে। এমনকি শিক্ষকদের মারধর করতেও তেড়ে আসে। প্রধান শিক্ষকসহ স্থানীয় অনেকে জানান, সম্প্রতি স্কুলে পিয়ন নিয়োগ নিয়ে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। উদ্ভূত বিষয়টি এরই একটি অংশ হতে পারে বলে তারা ধারণা করছেন। ভোলার সিভিল সার্জন ডাক্তার রথীন্দ্রনাথ মজুমদার জানান, মনের ভয় থেকে ম্যাস সাইকোজেনিক ইলনেস রোগ হয়। আমরা ঢাকায় রোগ তত্ত্ব বিভাগের সঙ্গে কথা বলেছি। ওই বিদ্যালয়ের যেসব ছাত্রী অসুস্থ তাদের অভিভাবকদের বুঝানো হচ্ছে এটা কোনো রোগ নয়, মনের ভয়। তাদের টিম স্বাস্থ্য শিক্ষা দিচ্ছে এবং আগামী ৭ দিন পর স্কুল খুললে ওই স্কুল পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশি ভিতু হওয়ায় মেয়েদের মধ্যেই এই সমস্যা দেখা দিচ্ছে।

সর্বশেষ খবর