বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শিল্পাঞ্চলের বাইরে গ্যাস সরবরাহ করা হবে না

—— নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী বছর এপ্রিল থেকে শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহ করা হবে। যারা এর বাইরে গিয়ে কারখানা তৈরি করবেন তাদের গ্যাস সংযোগ দেওয়া হবে না। তবে যারা তৈরি করে ফেলেছেন তাদের বিষয়টা আমরা বিবেচনা করব। ডেইলি সান আয়োজিত ‘জ্বালানি নিরাপত্তা ও ভিশন ২০৪১’   শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স কক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের বড় প্রকল্পগুলোর কাজ ২০-৩০ শতাংশ ইতিমধ্যে শেষ হয়েছে। সরকার শিল্প-কারখানাগুলোতে এনার্জি অডিটিং (জ্বালানি নিরীক্ষা) করার পরিকল্পনা নিয়েছে। যার মাধ্যমে জানা যাবে কোন কারখানা কতটা সুচারুভাবে (ইফেসিয়েন্টলি) জ্বালানি ব্যবহার করছে। দেশের উন্নয়নে খনিজ সম্পদ এবং জ্বালানি অন্যতম খাত। অথচ বছরের পর বছর এই খাতের কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না। এই খাতকে সুরক্ষিত করতে মজুদ জ্বালানির সুষ্ঠু ব্যবহার এবং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে।  ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন। ডেইলি সানের নির্বাহী সম্পাদক শিয়াবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খনিজসম্পদ বিভাগের অধ্যাপক ম. তামিম, দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ নাছির, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ-সভাপতি কামরুল ইসলাম, বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম রাব্বানী, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম আবুল কাশেম, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক কাজী আবসার উদ্দিন আহমেদ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চেয়ারম্যান খালেদ মাহমুদ।

সর্বশেষ খবর